পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে একজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৯, ১২:১২

বাগেরহাটের মোংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এসময় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

রবিবার সকাল নয়টার দিকে বাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ সীমান্ত নদীপথে পারাপারের লাউডোব খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা পশুর নদে তল্লাশি চালাচ্ছেন। তবে নদীতে পড়ে কয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

নিহত সুন্দর বিশ্বাস (৫৫) বাগেরহাটের মোংলা বন্দরের একজন শ্রমিক। তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে।

খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামের শতশত মানুষ বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থিত বিভিন্ন কারখানায় কাজ করেন। তারা নিয়মিত এই পথে যাতায়াত করে থাকেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ ঢাকাটাইমসকে বলেন, প্রতিদিনের মতো সকাল নয়টা নাগাদ খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার এপারে ছেড়ে আসে। ট্রলারটি ঘাটে ভেড়ার সময় ধাক্কা লেগে একপাশে কাত হয়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী নদীতে পড়ে যান। ট্রলারটি একেবারে কূলে ডোবার কারণে পড়ে যাওয়া অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সুন্দর বিশ্বাস নামে একজন আর উঠতে পারেননি। তাকে আমরা মৃত অবস্থায় উদ্ধার করেছি। আরও কোনো যাত্রী নিখোঁজ থাকতে পারে তাই আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ট্রলারে তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :