সাংবাদিক দোলনকে হুমকির ঘটনায় এফজেএফের নিন্দা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২০:১৭ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৯, ২০:০৮

ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা চেয়ে তাকে হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন (এফজেএফ)।

আজ রবিবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি লায়েকুজ্জামান ও সাধারণ সম্পাদক অমরেশ রায় এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। আরিফুর রহমান দোলন এই সংগঠনের একজন উপদেষ্টা।

বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার দুপুর দেড়টায় আরিফুর রহমান দোলনকে ০১৯২৩৭৬৬৩০৩ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি বলেন, ‘এই লন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভাইয়ের সাথে কথা বলেন’। শাহাদাত ফোন নিয়ে বলেন, ‘আমার পোলাপান বিপদে আছে, কয়েকজন অসুস্থ আছে। আমারে কিছু টাকা-পয়সা দেন’।

এ সময় আরিফুর রহমান তার পরিচয় দিলে শাহাদাত বলেন, ‘আপনি সাংবাদিক তাই কী? আমি তো আর কয়েক লাখ বা কোটি টাকা চাইনি। কত দিতে পারবেন কন? কারণ আমাদের অনেক টাকা লাগবে। আধা ঘণ্টার মধ্যে টাকা দেন। না হলে খবর আছে।’

এরপর এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেওয়া হয় আরিফুর রহমান দোলনকে।

শাহাদাত নামের ওই সন্ত্রাসী মোবাইলে দুটো বিকাশ নম্বর পাঠিয়ে দ্রুত টাকা বিকাশ করতে ফোন করেন। তা না করলে খবর আছে বলেও হুমকি দেওয়া হয়। এ বিষয়ে রমনা মডেল থানায় জিডি করেন আরিফুর রহমান দোলন (নম্বর-১৪৪৫, তাং- ২৩/১১/২০১৯)।

দপ্তর সম্পাদক শাহ জগলুল মেহেদির পাঠানো বিবৃতিতে এফজেএফ নেতারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :