বঙ্গবন্ধুকে নিয়ে রবি চৌধুরীর গান

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ১১:০০

বাঙালি জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির এই কান্ডারিকে নিয়ে এ পর্যন্ত বহু গান রচিত হয়েছে, গাওয়া হয়েছে। এবার তাকে নিয়ে ‘বাংলার শিরোনাম’ নামে একটি গান লিখলেন তরুণ গীতিকার শুক্লা পঞ্চমী। মুরাদ নূরের সুরে সেই গান গাইলেন জনপ্রিয় গায়ক ও সুরকার রবি চৌধুরী।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় নিজের স্টুডিও রিমঝিমে গানটিতে কণ্ঠ দেন রবি চৌধুরী। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের অহংকারের নাম। তাকে নিয়ে গাইতে পারাটা ভীষণ সৌভাগ্যের।’

তিনি আরও বলেন, ‘আমি পেশাদার গায়ক। গান গাওয়া ছাড়া জীবনে আর কিছুই শিখিনি। একজন গায়ক হিসেবে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বকে নিয়ে গাওয়ার সুযোগ আসে, তা কখনোই মিস করতে চাই না।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘বাংলার শিরোনাম’ গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানান রবি চৌধুরী। গানটি নূর ক্রিয়েশনসের ইউটিউবে প্রকাশিত হবে। খুব শিগগির বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি নতুন গানে কণ্ঠ দেবেন বলেও রবি চৌধুরী জানান।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :