মালয়েশিয়ার কথা বলে সোনাদিয়ায়!

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৯, ১১:২০ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ১৪:২৯

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

বিদেশে নিয়ে যাওয়ার নামে প্রতারণার বিষয়টি নতুন নয়। তবে এবার ঘটল অভিনব এক ঘটনা। মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ২৫ রোহিঙ্গা নারী-পুরুষকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়েছে দালালচক্র। বলেছে, এটাই মালয়েশিয়া।

রবিবার বিকালে সোনাদিয়া থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে তোলে দালালচক্র। এরপর মালয়েশিয়া পৌঁছে গেছে বলে ট্রলার থেকে সোনাদিয়া দ্বীপের প্যারাবনে নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ পুরুষ, ১২ নারী ও দুই শিশু রয়েছে। তারা টেকনাফের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা বলে স্বীকার করেছে। 

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়। এই চক্রের সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি)