জেএমবির স্বঘোষিত আমির হত্যায় সংগঠনের তিনজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৪০ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৩৭

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির স্বঘোষিত আমির রুহুল আমীন ওরফে সালমান হত্যা মামলায় জেএমবির তিন সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া চার সদস্যকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, যা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিতদের মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চানপাড়ার সানোয়ার হোসেন, গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম-রাজারামপুরের জাহাঙ্গীর আলম, ও একই গ্রামের আব্দুস শুকুর।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোপালনগরের শামসুল হক, চকপুস্তম গ্রামের আব্দুল মোতাকাব্বির ওরফে বুলবুল, সাইফুল ইসলাম ও নিমতলার শামীম। এদের মধ্যে সানোয়ার পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, জেএমবির অভ্যন্তরীণ দ্বন্দের জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল নাচোল উপজেলার খলসি-বোরিয়া এলাকায় গলা কেটে হত্যা করা হয় ওই সময়ের স্বঘোষিত আমীর রুহুল আমীন ওরফে সালমানকে। ২৭ এপ্রিল সকাল সাড়ে ৬টায় ওই এলাকার একটি আম বাগান থেকে সালমানের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই নাচোল থানার তৎকালীন এসআই আনিসুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তের মাধ্যমে দণ্ডিতদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের অভিযুক্ত করে ২০১৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

উল্লেখ্য, রুহুল আমীন ওরফে সালমান বাড়ি ঢাকার ধানমন্ডিতে। নাচোলের চানপাড়ায় তার শ্বশুরবাড়িতে অবস্থানের সময় তিনি নিহত হন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :