ঢাকা টাইমস সম্পাদককে হত্যার হুমকি: বেরোবিসাসের নিন্দা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৯, ২১:৪১

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

‘শীর্ষ সন্ত্রাসী শাহাদাত’ পরিচয়ে ‘দৈনিক ঢাকা টাইমস’, ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও ‘এই সময়’-এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি, প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলনকে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমরা মনে করি, প্রাণনাশের হুমকি শুধু একজন সম্পাদককে নয়, গোটা সংবাদ মহলে হুমকিস্বরূপ। এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য পুলিশ প্রশাসন হতে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানানো হয়। সেই সাথে দোষীকে দ্রুত খুঁজে বের করে কঠিন শাস্তিরও আহ্বান জানান সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, শনিবার সকালে দৈনিক ঢাকা টাইমস অফিসে কাজ করছিলেন সম্পাদক আরিফুর রহমান দোলন। এসময় একটি অপরিচিত নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে চাদা দাবি করে। টাকা দ্রুত সময়ে না পাঠালে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় শীর্ষ সন্ত্রাসী পরিচয়দানকারী শাহাদাত। এ বিষয়ে রমনা মডেল থানায় একটি জিডি করেন আরিফুর রহমান দোলন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)