জাপানে বহু দেশীয় সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশ

হাসিনা বেগম রেখা, জাপান
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ২২:৫৬

জাপানে সম্প্রতি ‘গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান’-এর আয়োজনে টোকিওতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব-২০১৯। গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান-এর আয়োজনে এবারের আয়োজনটির নাম দেয়া হয়েছিল ‘মাল্টি কালচারাল ওয়ান ফ্যামিলি ফেস্টিভ্যাল ২০১৯’। টাইটেল দেয়া হয় ‘কালার লেস’ বা বর্ণবিহীন।

ফেস্টিভ্যালে অংশ নিয়ে বরাবরের মতো এবারও প্রবাসী বাংলাদেশি শিশু শিল্পীরা বাংলাদেশের মান উজ্জ্বলসহ ভূয়সী প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়।

টোকিওর সুমিদা কু মোনযেননাকাচো তে আয়োজিত ফেস্টিভ্যালের সূচনা করেন স্থানীয় জনপ্রতিনিধি নোএমি ইনোউএ।

ফেস্টিভ্যালে বিভিন্ন দেশ থেকে ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও জাপানে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নেন।

এবারের আয়োজনে বাংলাদেশের খাদ্য সংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও ফিলিপিন্স, থাইল্যান্ড, কোরিয়া এবং স্থানীয় জাপানি খাদ্য সংস্কৃতি স্থান পেলেও বাংলাদেশ ছিল থিম কান্ট্রি।

বাংলাদেশের খাদ্য সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রাখেন আয়োজনের ভাইস-চেয়ার রাহমান মনি।

এরপর আগত অতিথিদের বিভিন্ন গ্রুপে ভাগ করে নিজেদের মধ্যে সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরা তাদের দেশীয় সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনকে মাতিয়ে মাতিয়ে রাখেন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :