ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ১০:২৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ১২:৩৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২২ যাত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্বসরদী এলাকার এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সজিবুল রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ও স্থানীয় পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। তিনি বলেন, ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। এছাড়া ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। তাদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি সাইদুর রহমান জানান, ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্র পরিবহনের একটি বাস উপজেলার পূর্ব সরদী নামক এলাকায় এলে বিপরীত থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে মাদারীপুরের সদর উপজেলার সিরাজ (৫৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর দুজনের পরিচয় জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে তাদের বাড়ি মাদারীপুরে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)