দোলনকে হুমকির প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ১৩:২৮

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় দৈনিক ঢাকা টাইমস এবং সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনকে টাকা চেয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকিদাতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের সাংবাদিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনের খান বাহাদুর ইসমাইল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা এই দাবি জানান। পরে প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সাংবদিক আতাউর রহমান মিন্টু। দৈনিক ঢাকা টাইমস পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি আজহারুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি শফিউল আলম মারুফ, প্রবীণ সাংবাদিক ফকির এ মতিন, নিউ নেশানের আরশাদ আহমেদ, করতোয়ার আব্দুছ ছালাম সবুজ, মোহনা টেলিভিশনের রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, নয়া দিগন্তের রফিকুল ইসলাম খান, আজকালের খবরের সারোয়ার ফরাজি, আইনজীবী সাইফুস সালেহীন, চিত্রশিল্পী জ.ই সুমন, ইমরান আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জনপ্রিয় এই সম্পাদককে চাঁদা চেয়ে একাধিকবার হুমকি দেয়া খুবই উদ্বেগজনক। কেননা সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই সংবাদপত্রের সম্পাদকের ওপর হুমকি মেনে নেয়ার মতো নয়।

তাই হুমকিদাতাদের গিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)