ঢাকা টাইমস সম্পাদককে হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ১৫:৩৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে টাকা চেয়ে প্রাণনাশের হুমকিদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘হুমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। কোনো সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টা করা হলে সারাদেশে প্রতিবাদের ঝড় সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে দেবে।’

মানববন্ধনে অংশ নিয়ে চট্টগ্রাম রিপোটার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর বলেন, ‘কোনো সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টা করা হলে সারাদেশে প্রতিবাদের ঝড় সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে দেবে।’

‘দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি করা হয়েছে, তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেছেন দোলন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলতে চাই, যারা হুমকি দিয়েছে, টেলিফোন রেকর্ড যাচাই করে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন।’

মানববন্ধনে অংশ নিয়ে চট্টগ্রাম রিপোটার্স ফোরামে সাধারণ সম্পাদক অলিউর রহমান দোষীকে দ্রুত খুঁজে বের করে কঠিন শাস্তিরর আহ্বান জানান।

ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় এর চট্টগ্রামের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি এম হাশেম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক ও নিউজ চট্টগ্রামের এডিটর ইন চিফ মির্জা ইমতিয়াজ শাওন, দৈনিক মানব জমিন চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. ইব্রাহিম খলিল, দৈনিক ভোরের দর্পণ এর বিভাগীয় প্রধান নুর মোহাম্মদ রানা, ব্রেকিং নিউজয়ের বিভাগীয় প্রধান জীবন মুছা, দৈনিক সকালের সময় এর বিভাগীয় প্রধান এস এম পিন্টু। 

উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আমিন, মজিবুর রহমান তুষার, রিয়াজুর রহমান রিয়াজ, ইকবাল হোসেন রুবেল, আশোক দাশ, মো. এহসানুল কবির মুন্না প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে আরিফুর রহমান দোলনকে ফোন করে টাকা চাওয়া হয়। এসময় একটি অপরিচিত নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে চাঁদা দাবি করে। টাকা দ্রুত সময়ে না পাঠালে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় শীর্ষ সন্ত্রাসী পরিচয়দানকারী শাহাদাত। দুই দিনের মাথায় সোমবার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবার তাকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ঢাকা টাইমস সম্পাদক রমনা মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)