ঢাকাটাইমস সম্পাদককে হুমকি: পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ০৯:৫০

পরপর দু’বার ‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয়ে দৈনিক ‘ঢাকা টাইমস’, ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।

বুধবার পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ, সদস্য সচিব নাঈম হাসান পাভেল, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, জাহিদ হাসান সোহাগ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তারা এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পাঠানো বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘এই অপকর্মের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে চাঁদা দাবিকারীর মুখোশ উন্মোচন করার হোক। একজন সজ্জন সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলনকে একাধিকবার প্রাণনাশের হুমকি শুধু একজন সম্পাদকের জন্য নয়, বরং সাংবাদিক সমাজ তথা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আরিফুর রহমান দোলনের নিরাপত্তাদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান এ প্রবাসী সাংবাদিক নেতারা।’

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :