বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ আটক

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ১৪:১২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ১৪:৫০

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। হাইকোর্টের সামনের গেট থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার হাফিজকে এ তথ্য নিশ্চিত করে আটকের পর হাফিজকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

গত মঙ্গলবার হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ওইদিন রাতেই শাহবাগ থানায় দায়ের করা মামলায় হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/ডিএম)