অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৬

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৫ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:৪১

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে রয়েছে- ১ জন পুরুষ, ১ জন নারী ও ৪ জন অপ্রাপ্ত জন শিশু। তারা সবাই কক্্রবাজার জেলার টেকনাফের বাসিন্দা।

মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দির্ঘদিন ধরে কাজের সন্ধ্যানে ভরতে যান। সেখান থেকে তারা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :