গাজীপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৫

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন।

ওসি বলেন, আনুমানিক ৪৫ বছর বয়েসী ওই ব্যক্তির মরদেহ তুরাগ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে কালো রঙের ফুল হাতা সোয়েটার রয়েছে।

ওসি আরো বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে ১০-১২ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/ইএস