গোপালগঞ্জে এক্সকেভেটর নামাতে গিয়ে ট্রাকচালক নিহত

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ০৮:৫৩
ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক থেকে এক্সকেভেটর (বেকু) নামাতে গিয়ে চালক তুহিন মন্ডল (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আইকদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিনের বাড়ি পাবনা জেলার পাইককান্দির কাজীরহাট এলাকায়। তিনি ওই এলাকার সাইজদ্দিন মন্ডলের ছেলে।

মুকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, আইকদিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবনের ভীত কাটার জন্য পাবনা থেকে ট্রাকে করে এক্সকেভেটর নিয়ে আসেন চালক তুহিন মন্ডল ও তার ভগ্নিপতি আজিজুল ইসলাম। স্কুলে পৌঁছে ট্রাক থেকে এক্সকেভেটরটি নামাতে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ড্রাইভিং সিটে বসে থাকা তুহিন মন্ডলও পড়ে যান।

কিছু সময় পরে দেখা যায়, এক্সকেভেটরের মধ্যে তুহিনের মাথা দেহ থেকে আলাদা হয়ে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে লাশ তুহিনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :