৬ জিবি র‌্যামে ভিভোর নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১১:২১

৬ জিবি র‌্যামে নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো ইউ২০। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এছাড়াও আছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর। ব্লাজ ব্লু ও রেসিং ব্ল্যাক— এই দুই ধরনের কালার অপশন থাকছে এই স্মার্টফোনে। বাজারে ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ।

নতুন এই ফোনটিতে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৪ শতাংশের বেশি। থাকছে ডিউ ড্রপ নচ। রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল।

দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এন্ট্রি লেভেলের ভার্সনে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। প্রিমিয়াম ভার্সনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। উভয় ভার্সনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট রয়েছে।

অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :