পথশিশুদের গান শেখাবেন তানিশা

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৪:১৫

রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের ধারে বা বস্তিতে রয়েছে হাজারো পথশিশু। তারা শিক্ষা ও সমাজের নানা অধিকার থেকে বঞ্চিত। এসব শিশুদের সেসব অধিকার নিশ্চিতে ঢাকা শহরে রয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। যারা পথশিশুদের শিক্ষার জন্য কাজ করেন এবং এ লক্ষ্যে বিভিন্ন জায়গায় বৈকালিক স্কুল পরিচালনা করেন।

তেমনই একটি স্কুলের বাচ্চাদের গান শেখানোর উদ্যোগ নিয়েছেন কণ্ঠশিল্পী তানিশা। গায়িকা বলেন, ‘আমি খুবই ক্ষুদ্র একজন শিল্পী। তবুও নিজের মতো করে যেকোনো সামাজিক কাজ করতে চাই। পথশিশুদের গান শেখাবো। এটা আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা হবে। মিরপুরের কালশীর একটি স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে। সুযোগটা হাতছাড়া করিনি।’

সম্প্রতি কণ্ঠশিল্পী কাজী শুভর সঙ্গে তানিশার একটি ডুয়েট অ্যালবাম প্রকাশ হয়েছে। এর বাইরে তিনি নতুন কিছু গানের কাজও করছেন। শিগগিরই দুটি নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন তানিশা। এছাড়া স্টেশ শোর পাশাপাশি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন এই শিল্পী।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :