চুয়াডাঙ্গায় ‘আল্লাহর দলের’ তিন সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৪:২৬

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামীয় তালিকা, গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকার ফটোকপিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং তিনটি মোবাইল ফোন।

গ্রেপ্তাররা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন (৪০), দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবজাল মন্ডলের ছেলে কলম মন্ডল (৩৯) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর ইসলাম পাখি (৩৮)।

শুক্রবার দুুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬’র কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মকা-কে গতিশীল করতে গোপন বৈঠক করছিল গ্রেপ্তারকৃতরা। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :