হাতিয়ায় পোড়ানো হলো আড়াই লাখ মিটার কারেন্ট জাল

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ১৪:৩২

নোয়াখালী প্রতিনধি, ঢাকাটাইমস

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে এমভি ফারহান-৪ নামে একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে তমরদ্দি লঞ্চ ঘাটে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নের্তৃত্বে কোস্টগার্ডের একটি দল তমরদ্দি লঞ্চ ঘাটে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে আসা এমভি ফারহান-৪ ট্রলার থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জালের মালিক পালিয়ে যায়। 

তিনি আরও জানান, জালগুলো স্টেশনে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো. নূর ইসলাম।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এমআর