ময়মনসিংহে ইসলামী লেখক ফোরামের কর্মশালা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ১৪:৩৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ১৪:৩৫

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমে তরুণদের জন্য লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে কর্মশালা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সদ্য প্রকাশিত মাওলানা মনজুরুল হক রহ. স্মারকগ্রন্থের পাঠ-আলোচনাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সভাপতি এবং জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমের মুহতামিম মাওলানা আব্দুর রাহমান হাফিজ্জী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলাম টাইমসের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাখযানুল উলূমের নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও লেখক মাওলানা আবদুল্লাহ মোকাররম।

বার্তা২৪ ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ; বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর; আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম বিষয়ভিত্তিক আলোচনা করেন।

এছাড়া লেখক মাওলানা আমির ইবনে আহমদ, মাহমুদুল হক সিদ্দীক, মিযানুর রহমান জামীল প্রমুখ বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন ক্যালিগ্রাফার ইলয়াস হোসাইন, অনুসন্ধান ডটকমের সম্পাদক মাহফুজুর রহমান হোসাইনীসহ মাখযানুল উলূমের শিক্ষক এবং স্থানীয় লেখক-সাহিত্যিকরা।

কর্মশালায় মাখযানুল উলুম ছাড়াও ময়মনসিংহের বিভিন্ন মাদরাসা থেকে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। লেখালেখির দির্কনির্দেশনামূলক বক্তব্য দ্বারা তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে অভিব্যক্তিতে উল্লেখ করেন। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়ার দাবি করেন লেখালেখিতে আগ্রহী তরুণরা। -প্রেস বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেবি)