‘জামায়াত রুখতে হেফাজত লালনে অসাম্প্রদায়িক দেশ গড়া অসম্ভব’

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ১৮:৫০

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

জামায়াতে ইসলামীকে রুখতে হেফাজত ইসলামকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘আগুন দিয়ে যেমন আগুন নেভানো সম্ভব নয়, তেমনি সাম্প্রদায়িক জামায়াতে ইসলামীকে রুখতে হেফাজত ইসলামকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব নয়। সত্যিকারের উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়তে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’

শুক্রবার সকালে মুজাহিদুল ইসলাম সেলিম মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে সেলিম বলেন, ‘দেশের ৯৯ ভাগ মানুষ আজ শোষিত। মুষ্টিমেয় এক ভাগ মানুষ অধিকাংশ সম্পদ শোষণ করছে। তারাই কানাডা-আমেরিকায় নিজেদের স্বচ্ছল ও বিলাসবহুল জীবন নিশ্চিত করতে বেগমপাড়া গড়ে তুলছে। এই অপশক্তিই কারসাজি করে পেঁয়াজ ও চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে।’

সংগঠনের জেলা সিপিবির সভাপতি বীরেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল কাফি রতন, রফিকুজ্জামান লায়েক, খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএ রশিদ, কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, সিপিবির মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)