এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০১

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সহ-সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক সাধারন পরিষদ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

শুক্রবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এফবিসিসিআই।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।

এফবিসিসিআই সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহনের পর এসডিজি অর্জন, দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন, ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য স্টিম এডুকেশন ভিত্তিক দক্ষতা উন্নয়ন, নলেজ পার্টনার ও আন্তর্জাতিক একাডেমিয়ার সহযোগিতায় নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারিখাতের ভূমিকা জোরদার করার জন্য এফবিসিসিআই কৌশলগত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছে।

শেখ ফজলে ফাহিম আগামী বছরগুলোতে এফবিসিসিআই আয়োজিত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বলেন ‘২০২০ সালে বছরব্যাপী সকল কার্যক্রমের সাথে সম্পৃক্তা রেখে আমরা বঙ্গবন্ধুর শততম জম্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এছাড়াও দেশে বিনিয়োগ আকর্ষণে চায়না সাউথ এশিয়া বিজনেস ফোরাম, হালাল সামিট, ডি-৮ বিজনেস ফোরাম, কমনওয়েলথ এশিয়া বিজনেস ফোরামসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি’।

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই বর্তমান পরিচালনা পর্ষদ এবছর দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে যেসকল ভূমিকা পালন করেছে এবং সংগঠনের ভসিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন সভায় উপস্থাপন করা হয়।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :