উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ১২:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। ভোটের মাধ্যমে সংগঠনের সদস্যরা আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। ভোটারদের ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ডিআরইউ প্রাঙ্গণে।

২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম আজাদ, রাজু আহমেদ, শাহনেওয়াজ দুলাল, শামসুল হক বসুনিয়া, শরিফুল ইসলাম (বিলু)।

তবে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান সভাপতিপ্রার্থী রাজু আহমেদ।

সহ-সভাপতি পদে নজরুল কবীর, ওসমান গনি বাবুল, রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব, রিয়াজ চৌধুরী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)।

যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব, মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ (প্রতিযোগী নেই), সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান, মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক একটি পদে জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, নারীবিষয়ক সম্পাদকে রীতা নাহার (প্রতিযোগী নেই), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল হাই তুহিন, মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক একটি পদে সাখাওয়াত হোসেন সুমন, জান্নাতুল ফেরদৌসী মানু, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদকে মো. এমদাদুল হক খান, মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার (প্রতিযোগী নেই), কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (প্রতিযোগী নেই)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আহমেদ মুশফিকা নাজনীন, আহমেদ সিরাজ, আমান-উদ-দৌলা, কামরুজ্জামান বাবলু, এম মুরাদ হোসেন, মো. ইমরান হাসান মজুমদার, মঈনুল আহসান, এস এম মিজান, সায়ীদ আবদুল মালিক।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমআর