পঞ্চগড়ে সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ১০:০৭

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বইছে শৈত্যপ্রবাহ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এখানকার তাপমাত্রা। গত ২২ নভেম্বর সারা দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ২৯ নভেম্বর সকালে আরও নিচে নেমে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গতকাল সকালে সারা দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। জানুয়ারিতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :