ক্ষমতা লুটপাটের উৎস: সেলিম

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ১৯:১২

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ক্ষমতা লুটপাটের উৎস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের ‘দুর্নীতি দুঃশাসন হটাও-বাম বিকল্প গড়’ স্লোগানকে সামনে রেখে সিপিবির সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

রাজনীতি অর্থনীতির ঘনিভূত প্রকাশ উল্লেখ করে তিনি বলেন, নামমাত্র শুদ্ধি অভিযান করে রুই কাতলা ধরে প্রচার করা হচ্ছে। দুই-একটা রুই কাতলা ধরে প্রচার না করে হাঙ্গর কুমির ধরেন।

সিপিবি জেলা শাখার সভাপতি রবিউল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য দেন- বামগণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, এসএ রশিদ, ক্ষেতমজুর সমিতির সভাপতি নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান, বাসদ নেতা আসাদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন,  সিপিবি জেলা শাখার সম্পাদক স্বপন বাগচি।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)