মির্জাপুরে আবারো মুক্তিযোদ্ধা যাচাই শুরু

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ২২:৩৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে আবারো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ৮৮২ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। বাদপড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য ২০১৭ সালে যাচাই-বাছাই হয়। এতে প্রায় ৮০০ জন অংশ নেন। যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত কমিটি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার জন্য মন্ত্রণালয়ে ৯৪ জনের তালিকা পাঠায়। কিন্তু সরকারি বিধি মোতাবেক বিদ্যমান মুক্তিযোদ্ধার শতকরা ১০ ভাগের বেশি পাঁচজনের নাম তালিকা পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তালিকাটি আবার যাচাই করে পাঠানোর জন্য বলা হয়। সে মতে শনিবার থেকে মির্জাপুরে পুনঃযাচাই-বাছাই শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রম শেষ হবে।

কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানান, শনিবার বাছাইয়ের প্রথম দিনে কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, সদস্য সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র শহীদুর রহমান শহীদ, আব্দুর রাজ্জাক বিএসসি, সাবেক সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)