হায়দ্রাবাদে গণধর্ষণ

ধর্ষকদের শাস্তি চাইলেন প্রসেনজিৎ

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪

বিনোদন ডেস্ক

অতি সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে এক তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয়েছে। তাতে উত্তাল গোটা ভারত। দিল্লিতে শুরু হয়েছে বিক্ষোভ। হায়দ্রাবাদের নানা জায়গায় চলছে প্রতিবাদ। পরদিন এই রাজ্যের একই এলাকা থেকে একই ভাবে পাওয়া যায় আরও এক নারীর দেহ। তাকেও গণধর্ষণ করে খুন করা হয়েছে।

পরপর দুদিনে এমন দুটি ঘটনায় টুইটারে বিক্ষোভ, প্রতিবাদ উগরে দিচ্ছেন বলিউড তারকারা। চুপ থাকলেন না টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, ‘সমাজ এবং মানুষ দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। সব রকম বোধ, বুদ্ধি বিলুপ্তপ্রায়। দয়া করে এসব বন্ধ হোক। ধর্ষকরা সবাই উপযুক্ত শাস্তি পাক। সব নির্ভয়রা একটু শান্তি পাক।’

এছাড়া সকলকে এক হয়ে পথে নামার অনুরোধ জানিয়েছেন ‘বুম্বাদা’ খ্যাত পশ্চিমবাংলার এই কিংবদন্তি অভিনেতা। সমাজ থেকে ধর্ষণের মতো পাশবিক অত্যাচার বন্ধ হোক- বার বার এমন আর্জিও জানিয়েছেন। টুইটারে লেখা প্রসেনজিতের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তার সব ভক্ত ও অনুসারী।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এএইচ