যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ৭

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪

বেনাপোল প্রতিনিধি
ফাইল ছবি

যশোরের অভয়নগরে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নওয়াপাড়া পাঁচকবর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ট্রেনের যাত্রী।

আহতদের মধ্যে রবিউল ইসলাম (১৬), কৃষ্ণ পদ দাস (৩৫) ও নয়ন সরকার (২২) নামে তিনজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনটি শনিবার সন্ধ্যা সাতটার দিকে নওয়াপাড়া পাঁচকবর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটি এ সময় ঘাট থেকে রেললাইন পার হচ্ছিল।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) এসআই তারিকুল ইসলাম এবং যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘আহতদের নওয়াপাড়া ও খুলনায় চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এএইচ