মেসি নাকি ফন ডাইক?

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ১৫:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্যারিসে কাল দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। বর্ষসেরা ফুটবলারের এ পুরস্কার জিতবেন কে? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সেরা তিনের তালিকায় আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইকসহ ক্রিশ্চিয়ানো রোনালদো। আসল লড়াইটা মূলত ভার্জিল ও মেসির মাঝেই হবে।

ফিফার বর্ষসেরার মুকুট জিতেছেন মেসি। সাধারণত যে খেলোয়াড় ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেন তার হাতেই উঠে ব্যালন ডি অর। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এবার নাকি মেসিকে না দিয়ে অন্য কাউকে এই খেতাবে ভূষিত করবে ফ্রান্স ফুটবল। সোমবার রাতের মধ্যে সব গুঞ্জনের অবসান হবে। সে দিন বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ব্যালন ডি অর অনুষ্ঠান।

যদিও এরইমধ্যে মেসিকে ভোট দিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের উদীয়মান এই ফুটবলার মনে করছেন মেসিই এই পুরস্কারের যোগ্য, ‘ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে ২০১৯ সালের সেরা ফুটবলার ছিলো মেসি। চ্যাম্পিয়ন্স লীগ বলেন বা ঘরোয়া লীগ-সব জায়গাতেই সেরা ছিলেন লিও। আমি তো তার হাতেই ব্যালন ডি অর দেখছি এবার।’

তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বিষয়টিকে দেখছেন একটু অন্যভাবে। তাঁর ভাষায়, ‘এ প্রজন্মের সেরা খেলোয়াড়ের হাতে ব্যালন ডি’অর তুলে দিতে চাইলে সেটি সব সময় মেসিকেই দেওয়া উচিত। কিন্তু গত মৌসুমের সেরা খেলোয়াড়কে দিতে চাইলে সেটি ভার্জিল ফন ডাইক। জানি না কী ঘটবে তবে আমার কাছে বিষয়টি এ রকমই।’

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এআইএ)