রাজধানীর কেন্দ্র থেকে সরানো হচ্ছে আন্তঃজেলা টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩

রাজধানীর নগরকেন্দ্র থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতেও ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা বোর্ডের সভায় এসব তথ্য জানান মন্ত্রী।

সভায় ঢাকায় ৬৪টি পার্কিং স্পটের এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ডিটেইল প্ল্যানের অনুমোদন দেয়া হয়।

সড়কমন্ত্রী বলেন, ‘বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরানো হবে। এ জন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুততম সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ঢাকার সড়ক থেকে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা এবং অবৈধ যানবাহন উচ্ছেদ কার্যক্রম শিথিল হয়ে পড়ার কারণও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতির কারণে এটি কিছুটা থেমে ছিল। তাই কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা আবার উদ্যোগ নিয়েছি। সিটি করপোরেশন ও ডিটিসিএর সহযোগিতায় কাজটি করবে পুলিশ।’

রাজধানীর ধুলাবালির কারণে সৃষ্ট দূষণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর দপ্তর কাজ করছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় রাজউক থেকে ভবনের অনুমোদন নিতে ডিটিসিএর ক্লিয়ারেন্স লাগবে বলেও জানান কাদের।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এনআই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :