ইয়াবা দিয়ে ফাঁসানো চেষ্টায় পুলিশ সোর্স দুই দিনের রিমান্ডে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

টাঙ্গাইলের মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশের সোর্স আল আমিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার তাকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহাবুবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার বেলতৈল এলাকা থেকে সোর্স আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আল আমিন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তবে এ ঘটনায় জড়িত কনস্টেবল হালিম ও তোজাম্মেল হককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর উপজেলায় ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় ভাতকুড়াচালা গ্রামে গণধোলাইয়ের শিকার হন মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্য ও দুই সোর্স। ঘটনার পর দুই পুলিশ কনস্টেবল এক সোর্স ও পালিয়ে যায়।

এদিকে বাঁশতৈল ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, দুই কনস্টেবল রাসেলুজ্জামান ও গোপাল সাহা এবং সোর্স হাসানকে দুই দিনের রিমান্ড শেষে রবিবার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহাবুবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :