নিটল-টাটার ‘গ্লোবাল সার্ভিস ক্যাম্প’ ২ ডিসেম্বর শুরু

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

নিটল মোটরস এবং টাটা মোটরসের যৌথ উদ্যোগে বাণিজ্যিক গাড়িসমূহের জন্য চতুর্থ গ্লোবাল সার্ভিস ক্যাম্প শুরু হতে যাচ্ছে, যা চলবে ২-৫ ডিসেম্বর।

ক্যাম্পেইন উপলক্ষে থাকছে সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় সব অফার। এর মধ্যে রয়েছে- নিটল মোটরসের ৬২টি ওয়ার্কশপ এবং অথরাইজড সার্ভিস সেন্টারগুলোতে গাড়ির ফ্রি চেকআপ, স্পেশাল ডিসকাউন্ট কুপন, স্পেয়ার পার্টসের উপর বিশেষ মূল্য ছাড়, নতুন ইঞ্জিন কিনলেই আকর্ষণীয় মোবাইল সেট ফ্রি এবং আরো অনেক কিছু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, আর রামকৃষ্ণ (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্লোবাল হেড- কাস্টমার কেয়ার, টাটা মোটরস), গণেশ শেঠী (হেড- কাস্টমার কেয়ার, টাটা মোটরস), অংশুমান সামন্ত (রিজিওনাল ম্যানেজার, কাস্টমার কেয়ার, SAARC, টাটা মোটরস), কৌশিক সাহা (কান্ট্রি ম্যানেজার, কাস্টমার কেয়ার-বাংলাদেশ, টাটা মটরস), মাধু প্রকাশ সিং (কান্ট্রি ম্যানেজার, টাটা মোটরস, বাংলাদেশ), খান নজরুল ইসলাম (সিইও-সার্ভিস, নিটল মোটরস লিমিটেড), মোহাম্মদ তানবীর শহীদ (সিইও, সেলস এন্ড মার্কেটিং,নিটল মোটরস লিমিটেড)।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :