মেসির অপেক্ষায় ষষ্ঠ ব্যালন ডি’অর!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:০৬

চমকটা দেখা গিয়েছিল মাস দুয়েক আগে ফিফা বর্ষসেরা খেতাবের মঞ্চেই। গোটা বিশ্ব যখন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাতেই ট্রফি উঠবে মনে করছে, তখন সবাইকে চমকে দিয়ে সেই পুরস্কার ছিনিয়ে নিয়ে যান লিওনেল মেসি।

আজ রাতে প্যারিসের থিয়েটার দ্যু শাঁতেলেতে ব্যালন ডি’‌অরের মঞ্চেও দৃশ্যপটের পরিবর্তন হবে বলে মনে করছেন না ফুটবলবোদ্ধারা। অর্থাৎ, আর্জেন্টিনীয় তারকার হাতেই ষষ্ঠবারের মতো এই পুরস্কার ওঠার সম্ভাবনা রয়েছে।

টুইটারে ইতোমধ্যেই ফলাফল ফাঁস‌ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দেখা গিয়েছে, ৪৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মেসি। ৩৮২ পয়েন্টে দ্বিতীয় ফন ডাইক । ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সালাহ(‌১৭৯)‌। ১৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রোনালদো। প্রতিবারই এরকম গুজব ছড়ায়, যা কোনও কোনও সময় মিলেও যায়।

তবে যাবতীয় আলোচনা আবর্তিত হচ্ছে সেই মেসি–রোনালদোকে ঘিরেই। বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে সরাসরি মুখ খুলেছেন মেসির হয়ে। বলেছেন, ‘‌এইসব পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো অনেকক্ষণ ধরে চলে বলে আমি দেখি না। আমার ভোট কোথায় পড়বে আপনারা সবাই জানেন। দুনিয়ার সেরা ফুটবলারকেই আমি ভোট দিয়েছি। এটা ঠিকই যে, গত মৌসুম কী রকম গিয়েছে সেটার ওপর ভিত্তি করেই ভোটিং হয়। কিন্তু সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিতে চাইলে সোজা মেসিকে দিয়ে দিন। সমস্যার সমাধান হয়ে যাবে।’‌

ঠিক উল্টো কথা বলেছেন জুভেন্টাসের কোচ মরিসিও সারি। তাঁর কথায়, ‘‌ক্রিশ্চিয়ানো গত মৌসুমে ভাল খেলেছে। ওর দক্ষতা দিন দিন বাড়ছে। আশা করি ব্যালন ডি’‌অর সেই পাবে।’‌

তবে মেসির এই পুরস্কার পাওয়ার বিরোধিতা করেছেন প্রাক্তন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর ভোট ফন ডাইকের দিকেই। বলেছেন, ‘‌আমি যে মেসির এক নম্বর সমর্থক সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এক বছর ধরে একটা ফুটবলারের ধারাবাহিকতাকে যদি দেখা হয় তাহলে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং প্রতিটা ম্যাচে নিখুঁত পারফরমেন্স করেছে, তাঁকেই এই পুরস্কার দেওয়া উচিত।’‌

একই কথা লিভারপুল কোচ জুরগেন ক্লপেরও। বলেছেন, ‘‌যদি এই প্রজন্মের সেরা ফুটবলারকে পুরস্কার দিতে চান তাহলে এক নম্বরে মেসির নাম থাকবে। তবে গত মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম যদি বলেন, আমি ফন ডাইকের কথাই বলব।’‌

ফন ডাইক নিজে অবশ্য জল্পনা উসকে দিয়েছেন। বলেছেন, ‘‌গতবার লিভারপুলের হয়ে যা অর্জন করেছি তাতে আমি খুশি। নিশ্চয়ই একটা কারণে আমি ওখানে যাব। দেখা যাব এবার কী হয়।’

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :