নিষিদ্ধ হলেন শহীদ-সানি

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৯, ১২:০৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:০৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মাঠের মধ্যেই ঝগড়ার জেরে এবার শাস্তি পেয়েছেন ক্রিকেটার মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ আরাফাত সানি (জুনিয়র)। দুইজনকেই এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় দুজনই খেলা চালিয়ে যেতে পারবেন। তবে এক বছরের মধ্যে আর কোনো অপ্রীতিমূলক কর্মকাণ্ডে জড়ালে বড় ধরনের শাস্তির মুখে পারতে পারে।

২১তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলায় গত মাসে খুলনায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। ম্যাচ চলাকালে মোহাম্মদ শহীদ ও আরেক পেসার শাহাদাত হোসেন রাজীব ২৪ বছর বয়সী সতীর্থ ক্রিকেটার সানিকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।

আরাফাতকে বল শাইনিং করে দিতে বললে অস্বীকৃতি জানায়। ফলে চটে গিয়ে তাকে ধাক্কা মারেন পেসার শাহাদাত হোসেন। এরপরে শহীদ ও আরাফাতের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।  

ঘটনার মূল হোতা শাহাদাতকে জরিমানার পাশাপাশি ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যারে মধ্যে ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)