বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:১০ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দক্ষিণ এশিয়া অঞ্চলের 'অলিম্পিক' খ্যাত সাউথ এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতলেন দিপু চাকমা। এর আগে আজ সকালে মেয়েদের একক কারাতে থেকে ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন হোমায়রা আক্তার অন্তরা।

একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান। এরপর তায়কোয়ান্দোতে দীপু চাকমার অসাধারণ নৈপুণ্যে আসরের প্রথম স্বর্ণের দেখা পেয়েছে বাংলাদেশ। পুমসে ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন দীপু।

ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব ২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগিকে হারিয়ে সোনা জিতেছেন দিপু। বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতে দিপু বলেন, ‘খুবই ভালো লাগছে আমার। নিজেকে বিশ্বাসই করতে পারছি না। বাংলাদেশকে প্রথম সোনা এনে দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’

এসএ গেমসের বাইরে রাঙামাটির এই দিপুর দখলে রয়েছে আরো ৫টি সোনা ও ১টি আন্তর্জাতিক রৌপ্য।

এদিকে দিপু চাকমার সোনা জয়ে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বিওএ’র নিয়মানুযায়ী তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)