পাঁচ ভাগ সদস্যের জন্য পুলিশের অর্জন প্রশ্নবিদ্ধ: হাইকোর্ট

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পাঁচ শতাংশ পুলিশের অন্যায়, অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা পুলিশ বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সোমবার এমন মন্তব্য করেন।

আদালত বলেন, ‘এই পাঁচ শতাংশ পুলিশ ধরেই নিয়েছে, দুর্নীতি করলে তাদের কিছু হবে না।’

একইসঙ্গে আদালত রাজধানীর উত্তরা পূর্ব থানার এএসআই মোস্তাফিজের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত থেকে বেরিয়ে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এদিকে আদালতে এসে নির্যারতনের স্বীকার ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, পুলিশের এএসআই মোস্তাফিজ আমাকে অন্যায়ভাবে নির্যাতন করে ২০ হাজার টাকা দাবি করেছে। আমাকে মারধর করেছে। আমি এ বিষয়ে পুলিশের হেড কোয়ার্টারে আবেদন করেও বিচার পাইনি। হাইকোর্টে এসেছি  ন্যায়বিচারের জন্য।  

ঢাকাটাইমস/২ডিসেম্বর/এআইএম/এমআর