ধোনির বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

‘‌আম্রপালি’‌ কাঁটা খচখচ করেই চলেছে মহেন্দ্র সিং ধোনির জীবনে। এফআইআরে ভারতের প্রাক্তন অধিনায়কের নাম রাখলেন ‘‌আম্রপালি গ্রুপের’‌ ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হওয়া ক্রেতারা।

‘‌আম্রপালি’‌র ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ধোনি। ক্রেতাদের অভিযোগ ধোনিকে দেখেই তাঁরা ফ্ল্যাট কেনার ব্যাপারে আগ্রহী হয়েছিলেন। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কোম্পানির কুকীর্তির দায় বর্তায় ধোনির ওপরও। তিনিও এই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে। ফলে, তাঁর নাম এফআইআরে রেখেছেন ক্রেতারা।

জানা গেছে, ইতিমধ্যেই সাতটি এফআইআর  করেছেন বিভিন্ন গ্রুপে ভাগ হওয়া ক্রেতারা। একটি এফআইআরে লেখা হয়েছে, ‘কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বিল্ডার অনিল শর্মার আইআইটি ডিগ্রি আছে জেনেই চুক্তিপত্রে সই করেছিলেন ক্রেতারা।’‌

উল্লেখ্য, ২০০৩ সালে তৈরি হয় আম্রপালি কোম্পানি। কিন্তু ২০১৭ সালে এই কোম্পানির বিরুদ্ধে হাজারের বেশি ক্রেতা অভিযোগ আনেন, তাঁরা টাকা দেওয়া সত্ত্বেও ফ্ল্যাট পাননি। আদালত নিযুক্ত নিরীক্ষকরা জানতে পারেন ক্রেতাদের থেকে কোটি কোটি টাকা তোলার পরও আবাসন ব্যবসায় তা খরচ করা হয়নি। ‌

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/এসইউএল)