গাজীপুরে পাঁচ ইটভাটায় অভিযানে কাঁচা ইট ধ্বংস, জেল

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কোনাবাড়ির রাজাবাড়ি এলাকায় কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইটসহ সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার সকাল থেকে দিনব্যাপী চলা এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুর ইসলাম। এতে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। 

অভিযানে ৫টি ইটভাটার তৈরি কাঁচা ইটসহ বিভিন্ন সরঞ্জাম গুঁড়িয়ে দেয়া হয়। এ ছাড়া ভাটার মালিকদের ২৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটার মালিকরা অবৈধভাবে ভাটা চালু করেছেন- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আরবিসি, বিএবি, বিএনবি, বিঅ্যান্ডবিসহ পাঁচটি ইটভাটা ভেঙে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। এ ছাড়া ভাটাগুলোর মালিকদের ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/মোআ)