‘রাজনীতির ইনস্টিটিউট হবে মহানগর দক্ষিণ আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেছেন, রাজনীতির ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে।

সোমবার ১৯ বঙ্গবন্ধু এভিনিউ দক্ষিণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ওয়ার্ড ও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্নাফী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা ঢাকা মহানগর আওয়ামী লীগকে পরিচালিত করবো। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনকে সফল করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। সেইভাবে নেতাদের নিয়ে আমর প্রস্তুতি নিচ্ছি। সভানেত্রী নির্দেশনা অনুযায়ী নতুন কমিটিতে ত্যাগী নেতাদের স্থান দেয়া হবে।’

দক্ষিণের সভাপতি বলেন, ‘যেদিন কমিটি ঘোষণা করা হয়, সেই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাই। সেখানে এক ঘণ্টা কথা বলি আমরা। আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন শেখ হাসিনা।’

আবু আহমেদ মন্নাফী বলেন, ‘কমিটিতে কোনোভাবেই বিতর্কিত নেতাদের স্থান পাওয়ার সুযোগ নেই। তাছাড়া বিতর্কিত নেতাদের নাম বাদ দিয়ে কমিটি করা হবে। আমরা সেইভাবে নেতাদের সুসংগঠিত করার জন্য প্রক্রিয়া শুরু করছি।’

এসময় সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ত্যাগী ও নিবেদিত নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে। তবে নতুন কমিটিতে বাদ পড়বেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটিতে স্থান পাওয়া পেয়েছেন যারা। ক্যাসিনো সম্পৃক্ততা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনুপ্রবেশকারী, কোনো অপরাধী কমিটিতে জায়গা পাবে না।’

প্রসঙ্গত, গত শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও ডাক্তার দিলিপ কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :