রয়েল এনফিল্ডের ইলেকট্রিক সুপার বাইক

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:২৩ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:২৬

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

এবার ইলেকট্রিক সুপার বাইক আনছে রয়েল এনফিল্ড। সম্প্রতি এই খবর জানিয়েছে প্রতিষ্ঠানটির সিইও বিনোদ দাশারি।

ভারতের এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন,  মন্দার খারাপ সময় অতিক্রান্ত হয়েছে। এবার বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করছিল। বৃদ্ধি দুই সংখ্যায় পৌঁছে যেতে পারে। মন্দার সময়েও কোম্পানির লগ্নিতে সমস্যা হবে না। ইতিমধ্যেই নতুন প্রোডাক্ট লঞ্চের আভাসও দিয়েছেন তিনি।

অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেন ইতিমধ্যেই কোম্পানির ইংল্যান্ডের গবেষণা কেন্দ্রে ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নিজে এই মোটরসাইকেল চালিয়েছেন বলে জানিয়েছেন বিনোদ দাশারি।

এই মুহূর্তে ইংল্যান্ডে ও চেন্নাইতে কোম্পানির গবেষণা কেন্দ্র রয়েছে। ইংল্যান্ডের গবেষণা কেন্দ্রে কোম্পানির ৬৫০ সিসির ইঞ্জিন ডিজাইন হয়েছে। শিগগিরই ভারতে  সিএস ৬ ইঞ্জিনসহ থান্ডারবার্ড ও ক্লাসিক সিরিজের মোটরসাইকেল লঞ্চ করবে রয়েল এনফিল্ড। যদিও ভবিষ্যতে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা শুরু করে দিয়েছে কোম্পানি।  এই ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আসতে এখনও কয়েক বছর সময় লেগে যাবে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজেড)