শাহজালালে যাত্রীর ব্যাগে সাড়ে ৮ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:০০

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে আট কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক বিভাগ। আটক করা হয়েছে দুবাই থেকে আসা হিমেল খান নামে এক যাত্রীকে।

সোমবার দিবাগত রাতে এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের দাম চার কোটি ২২ লাখ ৫০ হাজা টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, কমিশনারের কাছে আসা গোপন খবরের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গ্রিনচ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নম্বর ফ্লাইটের যাত্রী হিমেল খানকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়। পরে তার পিঠ থাকা ব্যাগে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন আট কেজি ৪৫০ গ্রাম, যেগুলোর আনুমানিক মূল্য চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যাত্রী হিমেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :