অনুপ্রবেশকারী বাংলাদেশি হলেই কেবল গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৫
ফাইল ছবি

সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন,কাউকে পুশইনের চেষ্টা করা হলে তারা বাংলাদেশি কি না তা নিশ্চিত হলেই কেবল গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের (অনুপ্রবেশ) প্রচেষ্টা বেড়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।

সাংবাদিকরা বলেন, ভারতে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) শুরু হওয়ার পর সম্প্রতি দেশটি থেকে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু হয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই শতাধিক ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনুপ্রবেশের অভিযোগে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠায়।

আশঙ্কার কথা হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে লোকজনকে পুশইন শুরু েকরেছে। বিভিন্ন স্থানে বিজিবির সহায়তা নিয়ে স্থানীয় বাসিন্দারা পুশইন ঠেকাতে পাহারা দিচ্ছেন।

এটি আতঙ্কের বিষয় কি না সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন। বলেন, ‘এটা মোটেও আতঙ্কের বিষয় নয়। আমরা কোনোভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না। তবে ঢুকতে দেব না মানে, আমরা তো রোঙ্গিাদের ঢুকতে দিয়েছি, সেই বিষয় নয়। আমাদের সুনিশ্চিত হতে হবে যেগুলো পুশইন করাচ্ছে, সেগুলো বাংলাদেশের নাগরিক কি না। যদি বাংলাদেশের নাগরিক হয়, তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। যদি তারা বাংলাদেশের নাগরিক না হয়, তাহলে তাদের কোনো ক্রমেই গ্রহণ করব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু কিছু বাঙালিকে ভেতরে ঢোকানোর চেষ্টা করেছেন। এরা বাংলাদেশি কি না আমি এখনো নিশ্চিত নই। আমাদের বিজিবি কয়েক জায়গা থেকে এদের ঢুকতে দেয়নি, অ্যালাউ করেনি। এদের সংখ্যা হাজার হাজার নয়, কয়েক শ।’

‘বিগত দিনে বিভিন্ন সময় আমরা দেখেছি পাঁচজন, ১০ জন কিংবা ২৫ জন, ৫০ জন করে তারা পুশইন করানোর জন্য প্রচেষ্টা করেছে। তখন দেখেছি রোহিঙ্গাদেরও পুশইন করার একটা প্রচেষ্টা নিয়েছিল। রোহিঙ্গারা বিভিন্নভাবে ভারতের বিভিন্ন জায়গা দিয়ে ভারতে ঢুকে গিয়েছিল। তারা বাংলাদেশে চলে আসতে চেয়েছিল, আমরা ঢুকতে দেইনি। আমাদের বিজিবিও সেজন্য সচেতন আছে।’

অনুপ্রবেশ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘আমাদের দেশ থেকে বিভিন্ন সময়ে পাসপোর্ট নিয়ে অনেকেই গিয়ে থাকেন। যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন এদের পাঠিয়ে দেয়। এ রকম ঘটনা যদি কিছু হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই রিসিভ করব। আতঙ্কের কোনো কারণ নেই।’

সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনা কোনো উস্কানিমূলক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যদি হাজার হাজার বা শত শত হতো, তাহলে একটা আলোচনার ব্যবস্থা হতো। ভারত সরকার তো আমাদের কাছে কোনো চিঠি দেয়নি, কোনো আবেদনও করেনি। যারাই গিয়েছিল তারাই পালিয়ে আসছেন কি না কিংবা অবৈধভাবে গিয়েছেন বা অবৈধভাবে ফেরত আসছেন কি না-সবকিছু আমাদের জানতে হবে।’

আগের চেয়ে পুশইনের সংখ্যা বেড়েছে- এটি অস্বীকার করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, ‘তাদের রাজ্যে একটু কড়াকড়ি করেছে। সেজন্য হয়তো আমাদের যারা ইচ্ছা করে থেকে গেছেন কিংবা তারা ভিসার তোয়াক্কা করেনি বা তারা অনেক দিন ধরে থেকে গেছেন, এ বিষয়ে চিন্তা করেন নাই, তারা হয়তো আবারও এ রকমভাবে আন-অফিসিয়ালি আসার প্রচেষ্টা নিতে পারেন। এগুলো আমাদের অ্যাজাম্পশন।’

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :