ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

এনআই অ্যাক্টের (চেক জালিয়াতি) মামলায় ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুক্লা মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শুক্লা মন্ডল কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গামের পঙ্কজ কুমার মন্ডলের স্ত্রী।

পুলিশ জানায়, ২০১৪ সালে চেকের মাধ্যমে শুক্লা মন্ডল অস্ট্রেলিয়ায় নেয়ার নাম করে পটুয়াখালী জেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের ফারুক সিকদারসহ ছয়জনের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন। টাকা নেয়ার পরেও আস্ট্রেলিয়া লোক পাঠানে পারেননি শুক্লা মন্ডল। এর পরে বিভিন্ন সময় ওই ছয়জন মিলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন শুক্লা। এর পরে ফারুক সিকদারের বাবা আবু সিকদার বাদী হয়ে শুক্লামন্ডলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা করেন। মামলাটি বর্তমানে পটুয়াখালীর আদালতে চলমান রয়েছে। এই মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক শুক্লা মন্ডল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া শিক্ষক শুক্লা মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস