সাভারে তিতাসের ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সাভার
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:১২

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয়েছে নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।

মঙ্গলবার বিকালে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম।

তিতাসের এই কর্মকর্তা জানান, আজ আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিভিন্ন বাসা বাড়ির আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ২ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।

নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :