কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কোপা আমেরিকা ২০২০ এর ড্র অনুষ্ঠিত হলো। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার যৌথ আয়োজনে বসবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ৪৭তম আসরের খেলা। সবশেষ আসরে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। 

মূলত চার বছর পর পর কোপা আমেরিকার আসর বসলেও এবারই ব্যতিক্রমধর্মী সময়ে আয়োজিত হবে কোপা আমেরিকার খেলা। মূলত ইউরোর সাথে মিল রেখে একই সময়ে কোপার খেলা মাঠে গড়ানোর জন্যই এমন সময়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

লাতিন আমেরিকার ১০ টি দেশের সাথে এবার অতিথি হিসেবে আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার এবং এশিয়ার শ্রেষ্ঠ দল অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে কনমেবল। এই দুই দলকে নিয়েই মূলত মাঠে গড়াবে এবারের আসরের খেলা।

আগামী বছরের ১২ই জুন ২০১৫-২০১৬ কোপার ফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা-চিলির ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার পরবর্তী আসরের খেলা। ১২ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে শতবর্ষী এই আসরের খেলা।

কোপা আমেরিকার গ্ৰুপ

গ্ৰুপ-এ: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে

গ্ৰুপ-বি: ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, কাতার, ইকুয়েডর

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এআইএ)