সেই বাংলাদেশিকে ইতালি থেকে বহিষ্কার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৩০

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

শিশু নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশি এক ইমামকে ইতালি থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দেশটি। তার নাম জুনায়েদ আহমেদ। তিনি ইতালির পাদোভা শহরের একটি মসজিদে ইমামতি করতেন। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে জুনায়েদকে বহিষ্কারের আদেশ দিয়েছে দেশটির আদালত।

সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমে এবং ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত অক্টোবরে পাদোভা বাংলাদেশ কালচারাল সেন্টার মসজিদে কোরআন শিক্ষা দেয়ার সময় পাঁচ থেকে দশ বছরের শিশুদের মারধর ও অপমান করার অভিযোগে ইতালি পুলিশ জুনায়েদকে গ্রেপ্তার করে। এ নিয়ে মামলা চলার পর চলতি সপ্তাহে আদালত তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেয়। এর ফলে ইতালিতে থাকার বৈধতা হারান জুনায়েদ।

এ ব্যাপারে রোম দূতাবাসের এক কর্মকর্তা জানান, যদি তার বৈধ পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পুলিশ দূতাবাসকে অবগত না করার সম্ভাবনা আর পাসপোর্ট না থাকলে দেশে পাঠাতে অবশ্যই দূতাবাস থেকে টিটি নিতে হবে।

ঢাকাটাইমস/৪ডিসেম্বর/কমরেড/এমআর