ভুল আসামি গ্রেপ্তার: ক্ষমা চেয়ে পুলিশ কর্মকর্তার অব্যাহতি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১

রাজধানীর বংশাল থানার একটি মাদক আইনের মামলায় ভুল আসামি গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা কুমিল্লার ব্রাক্ষণপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন। তার জন্য নির্দোষ রাজন ভূইয়াকে ২৬ দিন কারাভোগ করতে হয়।

বুধবার ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এই অব্যাহতি দেন।

শুনানিকালে ভবিষ্যতে সতর্কতার সঙ্গে কাজ করবেন বলে ভুল স্বীকার করে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ট্রাইবুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া ও ভিকটিম রাজন ভূইয়ার আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এদিন মামলাটির মূল আসামি মো. হাবিবুল্লাহ রাজন একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মূল আসামি মো. হাবিবুল্লাহ রাজনের বিরুদ্ধে থাকা ওয়ারেন্টে গত ১৬ অক্টোবর কুমিল্লার ব্রাক্ষণপাড়া থানার গোপালনগর গ্রামের মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে গাড়ির ওয়ার্কশপের কর্মচারী মো. রাজন ভূইয়াকে এসআই মামেনুর রশীদ গ্রেপ্তার করেন। পরে কুমিল্লার আদালত তাকে কারাগারে পাঠান। পরবর্তী সময়ে পরোয়ানায় যে মামলার নম্বর ছিল সে অনুযায়ী রাজন ভূইয়ার স্বজনরা খোঁজ নিয়ে দেখতে পান যে, মো. হাবিবুল্লাহ রাজন, পিতা- আব্দুল মান্নান এবং গ্রামের ঠিকানা একই এলাকার। তিনি ২০১২ সালের ৯ মে ২৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার এলাকা থেকে গ্রেপ্তার হন। পরে জামিন পেয়ে পালিয়ে যাওয়ায় আদালতের পরোয়ানায় এসআই মামোনুর রশীদ ভুল আসামি মো. রাজন ভূইয়াকে গ্রেপ্তার করেন। বিষয়টি উল্লেখ করে গত ১১ নভেম্বর মুক্তির আবেদন করলে আদালত মুক্তির নির্দেশ দেন এবং এসআই মামোনুর রশীদকে ভুলের বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :