চলে গেলেন বাউল শিল্পী আয়নাল বয়াতী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২

বাংলাদেশের লোকসংগীতের কিংবদন্তী শিল্পী বাউল শিল্পী আয়নাল মিয়া বয়াতী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

মৃত্যুকালে এ শিল্পী স্ত্রী, পাঁচ ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আয়নাল মিয়ার বড় ছেলে হারুন মিয়া জানান, বুধবার বাদ আসর ফরিদপুর শহরতলীর সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার পর নিজ বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করা হয়।

আয়নাল মিয়ার বাউল শিল্পী হিসেবে খ্যাতি ছিল ফরিদপুর অঞ্চলজুড়ে। এ অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে বিচার গান ও পালাগান পরিবেশন করে গণমানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।

তার মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমি, সাহিত্য উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদ, খেয়ালি নাট্য গোষ্ঠী, বোয়ালমারী বার্তা বাউল দলসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :