ভিয়েনায় নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:৪৩

অস্ট্রিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ভিয়েনায় নারায়ণগঞ্জ-অস্ট্রিয়া অ্যাসোসিয়েশন এক পিঠা উৎসবের আয়োজন করে। সোমবার বিকালে হলরুমে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্টানে ছিলেন- নারায়ণগঞ্জ-অস্ট্রিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব খান, সাধারণ সম্পাদক আবদুল মোমেন, সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, ইকবাল কাজী খালেদ, সোহেল  বাবু, সালাউদ্দিন প্রধান, উজ্জ্বল ভুইয়া, শামসুর রহমান, শামীম আহমেদ, সোহেল রহমান, মেজবাহ উদ্দিন, শাহীন ঢালী,শ্যামল ঢালী, আরিফ রায়হানসহ প্রবাসী বাংলাদেশিরা।

পিঠা উৎসবে দেশীয় পিঠা পরিবেশন করা হয়। এছাড়াও ভিয়েনার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)