বিএনপি অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সমুচিত জবাব: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানিকে কেন্দ্র করে বিএনপি অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সমুচিত দেওয়া দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি আবারও মাঠ গরম করে অশান্তি সৃষ্টির পায়তাঁরা করলে সমুচিত জবাব দেয়া হবে।’

এ সময় গণতন্ত্রের জন্য হোসেন সোহওয়ার্দীর অবদানের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন সোহরাওয়ার্দী। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের জন্য সোহরাওয়ার্দী যে সংগ্রাম করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটি এখনও অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

ঢাকাটাইমস/৫ডিসেম্বর/টিএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :